নতুন কাপড় পরিধানের সময় নির্ধারিত দুআ পড়া সুন্নাহ। রাসুল নতুন কাপড় পরিধানের সময় নিম্নোক্ত দুআটি পড়তেন:
اللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ كَسَوْتَنِيهِ أَسْأَلُكَ خَيْرَهُ وَخَيْرَ مَا صُنِعَ لَهُ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهِ وَشَرِّ مَا صُنِعَ لَهُ

“হে আল্লাহ সমস্ত প্রশংসা কেবল তোমারই জন্যে, তুমি আমাকে এই কাপড় পরালে, আমি তোমার নিকট এর কল্যাণ এবং যার জন্য একে প্রস্তুত করা হয়েছে তার কল্যাণ প্রার্থনা করছি। আর এর অকল্যাণ এবং যার জন্য একে প্রস্তুত করা হয়েছে তার অকল্যাণ থেকে আমি তোমার নিকট আশ্রয় চাচ্ছি।”

[তিরমিজি, সুনান, রাসুলুল্লাহ থেকে বর্ণিত পোশাক সংক্রান্ত অধ্যায়, ‘নতুন কাপড় পরার সময় কী দুআ পড়বে’ অনুচ্ছেদ, নং: ৩৫০৪।]

পূর্ণ হাদিসটি নিম্নরূপ:
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اسْتَجَدَّ ثَوْبًا سَمَّاهُ بِاسْمِهِ عِمَامَةً أَوْ قَمِيصًا أَوْ رِدَاءً ثُمَّ يَقُولُ اللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ كَسَوْتَنِيهِ أَسْأَلُكَ خَيْرَهُ وَخَيْرَ مَا صُنِعَ لَهُ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهِ وَشَرِّ مَا صُنِعَ لَهُ

“রাসুল যখন নতুন কাপড় পরতেন, তখন পাগড়ি, জামা কিংবা চাদর বলে কাপড়ের নাম নিয়ে এই দুআ পড়তেন:
اللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ كَسَوْتَنِيهِ أَسْأَلُكَ خَيْرَهُ وَخَيْرَ مَا صُنِعَ لَهُ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهِ وَشَرِّ مَا صُنِعَ لَهُ

“হে আল্লাহ সমস্ত প্রশংসা কেবল তোমারই জন্যে, তুমি আমাকে এই কাপড় পরালে, আমি তোমার নিকট এর কল্যাণ এবং যার জন্য একে প্রস্তুত করা হয়েছে তার কল্যাণ প্রার্থনা করছি। আর এর অকল্যাণ এবং যার জন্য একে প্রস্তুত করা হয়েছে তার অকল্যাণ থেকে আমি তোমার নিকট আশ্রয় চাচ্ছি।”

এই সুন্নাহটির আমল আমাদের মাঝ থেকে বিলুপ্ত বললেই চলে। নতুন কাপড় পরিধানের সময় কোনো সুন্নাহ বা দুআ রয়েছে বলে আমাদের অধিকাংশেরই হয়ত জানা নেই। সুন্নাহর আলোচনা ও চর্চার কমতি হলো এর প্রধান কারণ।

💪 সাধারণ কাপড় পরিধানের দুআ

নতুন কাপড় পরিধানের যেমন দুআ রয়েছে, স্বাভাবিক কাপড় পরিধানেরও দুআ রয়েছে। কিন্তু এই দুআর সুন্নাহটির চর্চাও আমাদের মাঝে নেই বললেই চলে। সুন্নাহর পাবন্দ হাতে গোনা দু-চারজন হয়ত আমলটি করে থাকবেন। আমরা যারা সবসময় সুন্নাহর আলোচনা করি বা সুন্নাহর আলোচনা করার চেষ্টা করি, তাদের জীবনেও এমন অনেক সুন্নাহর প্রায়োগিক আমল নেই। তাই আল্লাহ তাআলা প্রথমে আমাকে এবং তারপর সবাইকে হারিয়ে যাওয়া এসব সুন্নাহ-র ওপর আমল করার তাওফিক দিন।
সাধারণ কাপড় পরিধানের মাসনুন দুআটি হচ্ছে:
الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي هَذَا الثَّوْبَ وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلَا قُوَّةٍ

“সমস্ত প্রশংসা ঐ আল্লাহর জন্য, যিনি আমাকে এই কাপড় পরিয়েছেন এবং এর ব্যবস্থা করে দিয়েছেন আমার শক্তি ও চেষ্টা ছাড়া।”

এবার এই দুআর লাভ দেখুন। রাসুলুল্লাহ বলেন:
مَنْ لَبِسَ ثَوْبًا فَقَالَ الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَسَانِي هَذَا الثَّوْبَ وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلَا قُوَّةٍ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَا تَأَخَّرَ

“যে ব্যক্তি কাপড় পরিধান করে এ দুআ পড়বে, তার জীবনের আগের ও পরের সব গুনাহ মাফ করে দেওয়া হবে।”

[আবু দাউদ, সুনান, পোশাক অধ্যায়, নং ৩৫০৫। হাদিসটি হাসান]

সুবহানাল্লাহ! আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তাওফিক দান করুন।