বাবা মা হিসেবে আমরা সবসময় ব্যতিব্যস্ত থাকি সন্তানদের দুনিয়াবী ভবিষ্যৎ নিয়ে। তাদের জীবনধারণের জন্য যা প্রয়োজন তা নিয়ে ভাবতে আমাদের অবশ্যই হবে। কিন্তু, সেজন্য আমরা দ্বীনকে যখন ছাড় দেই, আমরা ভুলে যাই যে, একমাত্র দ্বীন এর মাধ্যমে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ সম্ভব।

এটা বুঝতে হলে, ‘কল্যাণ‘ কী সেটা বুঝতে হবে। সত্যি কারের কল্যাণ অনেক টাকা-পয়সা অথবা ডিগ্রীর মাঝে নেই। দুনিয়াবী সাফল্য বেঁচে থাকার একটি মাধ্যম মাত্র। আমাদের জীবনের উদ্দেশ্য নয়।

তাই, বাবা-মা হিসেবে সবার আগে আমাদের নিজেদের বুঝতে হবে আমাদের জীবনের উদ্দেশ্য কী। যেন, বাচ্চাদেরকে আমরা সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক উদ্দেশ্যের দিকে বড় করতে পারি। নেক সন্তান লাভের দোয়া ও আমল

💡 কোরআনে নেক সন্তান লাভের আমল

মহান আল্লাহর প্রিয় বান্দারা পুণ্যবান স্ত্রী ও সন্তানের জন্য দোয়া করবেন। এমন একটি দোয়া মহান আল্লাহ শিখিয়ে দিয়েছেন। কোরআনে মহান আল্লাহ বলেন,

✔️সন্তান লাভের জন্য দোয়া
رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ

হে আমার রব, আমাকে সৎকর্মশীল সন্তান দান করুন । (সূরা সাফফাতঃ ৩৭:১০০)

✔️সুসন্তান লাভের দোয়া
رَبِّ هَبْ لِي مِن لَّدُنكَ ذُرِّيَّةً طَيِّبَةً ۖ إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ

হে আমার রব, আমাকে আপনার পক্ষ থেকে উত্তম সন্তান দান করুন। নিশ্চয় আপনি প্রার্থনা শ্রবণকারী। (সূরা আল ইমরানঃ ৩:৩৮)

উক্ত দোয়া দুটি দোয়া কবুলের সময় পড়লে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে নেক সন্তান দান করবেন।